Subscribe Us

header ads

কোষ প্রাচীরের ও মাইক্রোস্কোপের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ( Class VIII RKM, Rahara)

 ৷৷৷   কোশপ্রাচীরের প্রাচীরের গঠন ।।। 

(i) মধ্যপর্দা বা মধ্য ল্যামেলা (Middle lamella) 

উদ্ভিদকলার দুটি কোশের মাঝে যে আন্তঃকোশীয় ধাত্র থাকে, তাকে মিডল ল্যামেলা বা মধ্যপর্দা বলে। মধ্যপর্দা প্রধানত ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়াম পেকটেট এবং কয়েক রকমের প্রােটিন দিয়ে গঠিত। কাষ্ঠল কলাকোশে মধ্যপর্দা লিগনিনসমৃদ্ধ হওয়ায় অত্যন্ত কঠিন ও দৃঢ় প্রকৃতির হয়। মধ্যপর্দা পাশাপাশি দুটি সংলগ্ন কোশকে দৃঢ়ভাবে আটকে রাখে।  





(ii) প্রাথমিক প্রাচীর বা মুখ্য প্রাচীর (Primary wall) ঃ

মধ্যপর্দার দু-পাশে প্রথম যে প্রাচীর গঠিত হয়, তাকে প্রাথমিক প্রাচীর বলে। এটি কোশের একেবারে বাইরের স্তর। প্রাচীরটি তুলনামূলকভাবে পাতলা ও ভেদ্য। এটি চওড়ায় সাধারণত 0.1-3.0 um পর্যন্ত হয়। এটি প্রধানত সেলুলােজ দিয়ে গঠিত। সেলুলােজ ছাড়া হেমিসেলুলােজ, লিগনিন ও সুবারিন জাতীয় পদার্থও প্রাথমিক প্রাচীর গঠনে অংশগ্রহণ করে। ছত্রাকের প্রাথমিক প্রাচীরে কাইটিন পাওয়া যায়। পাতার আবরণী কোশে প্রাথমিক প্রাচীরে মােম জাতীয় কিউটিন (cutin) পদার্থ থাকে যা বাষ্পমােচনের হার কমায়। পাতার কোশ, ফলের কোশ, কর্টেক্সের কোশে কেবল প্রাথমিক প্রাচীর থাকে। এগুলি সেলুলােজ দিয়ে ।


(iii) গৌণ প্রাচীর (Secondary wall) ঃ 

প্রাথমিক কোশপ্রাচীরের ভিতরের দিকে এবং প্লাজমা পর্দার বাইরে গৌণ প্রাচীর অবস্থিত। এই প্রাচীরটি পুরু, শক্ত, ভেদ্য এবং চওড়া প্রায় 5-10 um হয়। গৌণ প্রাচীরটি তিনটি সূক্ষ্ম স্তর দিয়ে গঠিত। এই প্রাচীর সেলুলােজ, হেমিসেলুলােজ, লিগনিন ইত্যাদি উপাদানের সহযােগে গঠিত হয়।


## অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধক ক্ষমতা (Magnifying Power) : 

কোনাে একটি ক্ষুদ্র দ্রষ্টব্য বস্তুর বহুগুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করার ক্ষমতাকে অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধক ক্ষমতা বলে।



##অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা (Resolving Power) :

 অণুবীক্ষণ যন্ত্রের যে ক্ষমতার জন্য খুব কাছাকাছি অবস্থিত দুটি পৃথক লক্ষ্যবস্তু বা বিন্দুকে স্পষ্টভাবে আলাদা করা যায়, তাকে যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলে।

একজন স্বাভাবিক  মানুষের চোখের বিশ্লেষণী ক্ষমতা 0.1 mm.

যেখানে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের  বিশ্লেষণী ক্ষমতা 200 nm / 0.0002 mm.


## মাইক্রোস্কোপের কার্যক্ষমতা কার ওপর নির্ভর করে? 

১.বিবর্ধন ক্ষমতার উপর।

২.বিশ্লেষণী ক্ষমতার উপর।


জীবন বিজ্ঞানে  ব্যবহৃত বিভিন্ন একক সম্পর্কে প্রাথমিক ধারণা। [মিলিমিটার(mm),মাইক্রোমিটার বা মিউমিটার বা মাইক্রন(um),ন্যানোমিটার (nm), আমস্ট্রং (A°)]




Post a Comment

0 Comments